মোবাইল দিয়ে টাকা ইনকাম - সার্চ করে মাসে ১৮০০০ টাকা আয় করার উপায়

মোবাইল দিয়ে টাকা ইনকাম - সার্চ করে মাসে ১৮০০০ টাকা আয় করার উপায়

মোবাইল দিয়ে টাকা ইনকাম - সার্চ করে মাসে ১৮০০০ টাকা আয় করার উপায়

আমরা কম বেশি সবাই ঘরে বসে অনলাইনে থেকে টাকা আয় করতে চাই। কিন্ত সঠিক গাইড লাইনের অভাবে অনলাইনে আয় করতে পারি না। আজ আপনাদের মাঝে এমন একটা ইনকাম সাইটের কথা বলবো যেখান থেকে আপনারা সবাই খুব সহজে মোবাইলের মাধ্যমে আয় করতে পারবেন।

ইন্টারনেট থেকে কোন তথ্য খুজতে হলে আমরা গুললে সার্স করি। কিন্ত গুগল তার জন্য আমাদেরকে কোন টাকা বা রিওয়ার্ড দেয় না। আজ এমন একটা ওয়েবসাইট সম্পর্কে বলবো যেখানে কোন কিছু লিখে সার্স করলে আপনাকে রিওয়ার্ড দেবে, অর্থাৎ আয় হবে। কি পরিমান টাকা আয় হবে সেটা আপনার কাজের উপর নির্ভর করবে। আপনি যদি সঠিকভাবে কাজ করেন তাহলে প্রতি মাসে কমপক্ষে ১৫০০০ টাকা থেকে ২০০০০ টাকা খুব সহজে ঘরে বসে আয় করতে পারবেন।

সব থেকে বড় কথা এই কাজটি করার জন্য মোবাইল কিংবা কম্পিউটার একটি হলেই হবে। কোন পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। যে ওয়েবসাইটে গিয়ে কাজ করতে হবে তার নাম Presearch। আপনারা এখানে ক্লিক করে ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন। 

Presearch কি?

Presearch মুলত একটি উন্মুক্ত এবং ডিসেন্ট্রালাইজ সার্চ ইঞ্জিন। তারা তাদের ব্যবহারকারীদের Presearch Token এর মাধ্যমে Rewards দিয়ে থাকে। Presearch Token এক প্রকার Cryptocurrency। Presearch Token Coinmarketcap এ লিস্টেড। বর্তমানে একটি Presearch token এর মূল্য $0.18 এর মত। কিছুদিন আগেও এর মূল্য বৃদ্ধি পেয়ে $0.76 উঠে গিয়েছিলো। যেহেতু ক্রিপ্টোকারেন্সির দাম সব সময় ওঠা নামা করে সেহেতু আমি যে মূল্যের কথা বলেছে আপনি যখন দেখবেন তখন এর দাম কম বা বেশি থাকতে পারে।

Presearch Token এর মূল্য বাড়বে কমবে এটাই নিয়ম। আজ এর দাম কম আছে কিন্ত ৬ মাস বা ১ বছর পরে প্রতিটি টোকেনের দাম ৩-৫ ডলার বা তার চেয়ে বেশি হতে পারে। তাই সময় থাকতে কিছু Presearch Token আয় করে রেখে দিলে ভবিষ্যতে তা ভালো পরিমান অর্থ আপনাকে দিতে পারে। 

কিভাবে Presearch এ একাউন্ট খুলবেন?

প্রথমে এখানে ক্লিক করে সাইটটিতে প্রবেশ করে Join Presearch বাটনে ক্লিক করুন। তারপর আপনার ইমেইল এ্যাড্রেস এবং নতুন একটি পাসওয়ার্ড দিয়ে Sign Up Now বাটনে ক্লিক করবেন। 

কিভাবে Presearch এ একাউন্ট খুলবেন

তারপর আপনার ই-মেইলে একটি ভেরিফিকেশন মেইল আসবে সেটি ওপেন করে ভেরিফাই করে নেবেন। একাউন্ট খোলা খুবই সহজ মাত্র ১-২ মিনিট সময় লাগবে।

একাউন্ট খোলার সাথে সাথে ২৫ টি টোকেন ফ্রি পাবেন, যার মূল্য প্রায় ৩৮০ টাকা। তারপর প্রতিদিন মাত্র ৫ মিনিট কাজ করলে ৩টি Presearch Token আয় করতে পারবেন। 

কিভাবে Presearch Token আয় করবেন?

Presearch Token আয় করার জন্য প্রথমে একাউন্টে লগইন করতে হবে। লাগইন করার পর নিচের ছবির মত হোম পেজ ওপেন হবে। গুগলের মত সার্চ করার জায়গা দেখতে পাবেন। সার্স বারে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যা খুশি তাই লিখে সার্স করতে পারেন।

কিভাবে Presearch Token আয় করবেন

প্রতিটি সার্সে ০.১০ Token আয় করতে পারবেন এবং প্রতিদিন সর্বোচ্চ ৩০ টি সার্সের জন্য আপনাকে পে করবে ওয়েবসাইটটি। অর্থাৎ প্রতিদিন ৩টি Presearch Token আয় হবে। আপনি যদি সারা মাস এখানে কাজ করেন তাহলে ৩ x ৩০ = ৯০ টি Presearch Token আয় করতে পারবেন।

কিভাবে অধিক Presearch Token আয় করবেন?

আপনি প্রতিদিন ৫ মিনিট সময় ব্যয় করে মাসে ৯০ টি টোকেন আয় করার পাশাপাশি আরো একটি বড় ধরণের আয়ের পথ রয়েছে Refer করার মাধ্যমে। Referral এর মাধ্যমে আপনি খুব দ্রুত আপনার আয় বাড়িয়ে নিতে পারবেন। 

আপনার রেফারেল লিংকে ক্লিক করে যদি কেউ একাউন্ট তৈরী করে তাহলে তার জন্য আপনি পাবেন ২৫ টি Presearch টোকেন। আপনি প্রতি মাসে যদি ৪০ জনকে রেফার করতে পারেন তাহলে ৪০ x ২৫ = ১০০০ টোকেন আয় হবে। 

তাই যত বেশি সম্ভব রেফার করবেন। আপনার আশে পাশে দেখবেন অনেকেই স্মার্ট ফোন হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর গেম খেলে সময় কাটাচ্ছে। তাদেরকে আপনার রেফার বানাতে পারেন। এতে তাদেরও আয় হবে আপনার নিজেরও আয় বাড়বে।

তাহলে  সারা মাস কাজ করে পেলেন ৯০ টি টোকেন এবং রেফার করে যদি ১০০০ টোকেন আয় করতে পারেন তাহলে- 1090 x $ 0.20 = 218 ডলার। যদি ৮৫ টাকা করে প্রতি ডলার বিক্রি হয় তাহলে ২১৮ ডলারের দাম হয় ১৮৫৩০ টাকা। 

কিভাবে Presearch Referral Link পাবেন?

Presearch Referral Link

রেফারেল লিংক পেতে ওয়েবসাইটের উপরে ডান পাশে দেখবেন মানুষের মত দেখতে একটি আইকন আছে, সেখানে ক্লিক করলে একটি পপ-আপ ডায়ালগ আসবে সেখান থেকে Invite Friend এ ক্লিক করলে আপনার রেফারেল লিংক দেখতে পাবেন। 

কিভাবে Presearch Token এর পেমেন্ট নেবেন?

পেমেন্ট পেতে হলে আপনার একাউন্টে কমপক্ষে ১০০০ Presearch Token হতে হবে এবং তারা MyEtherWallet এর মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে।

Presearch Token আয় করা নিয়ে যদি কারো কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করবেন। আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো। লেখাটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইলো। ধন্যবাদ....!

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Custom Widget

Recent in Sports