বিজ্ঞাপন দেখে টাকা আয় করার সেরা ৫ টি ওয়েবসাইট

বিজ্ঞাপন দেখে টাকা আয় করার সেরা ৫ টি ওয়েবসাইট

বিজ্ঞাপন দেখে টাকা আয় করার উপায়


ঘরে বসে অনলাইন থেকে টাকা আয় কে না করতে চায়! আমাদের প্রায় সকলের হাতেই স্মার্ট ফোন রয়েছে। অনেকের স্মার্ট ফোন এবং কম্পিউটার উভয়ই রয়েছে। কিন্ত অধিকাংশ মানুষ নিজেদের ফ্রি সময়কে সঠিকভাবে কাজে না লাগিয়ে অযথাই সময়টাকে নষ্ট করে দেয়। আপনি চাইলে নিজের ফ্রি সময়টাকে নষ্ট না করে মোবাইল অথবা কম্পিউটারে ব্যবহার করে বিজ্ঞাপন দেখে টাকা আয় করতে পারেন খুব সহজেই। এতে আপনার সময়টাও কেটে যাবে সেই সাথে কিছু টাকাও আয় হবে যা আপনি নিজের পকেট খরচ হিসেবে ব্যয় করতে পারেন।

ইন্টারনেট থেকে টাকা আয় করার অনেক উপায় রয়েছে। কিন্ত সকলেই সে সব বিষয়ে বিস্তারিত না জানার কারণে অনলাইন থেকে টাকা আয় করতে পারে না। আজ আপনাদের মাঝে এমন ৫ টি ওয়েবসাইট সম্পর্কে বলবো যেখান থেকে আপনারা বিজ্ঞাপন দেখে টাকা আয় করতে পারবে খুব সহজে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক-

এড দেখে টাকা ইনকাম করার ৫ টি ওয়েবসাইট

এড দেখে টাকা আয় করার যে ৫ টি ওয়েবসাইট সম্পর্কে আজ আপনদেরকে বলবো সেগুলোর প্রতিটি লেজিট ওয়েবসাইট এবং তারা তাদের ব্যবহারকারীদেরকে পেমেন্ট করে থাকে। সুতরাং আপনি যদি এড দেখে টাকা আয় করতে চান তাহলে এই সকল ওয়েবসাইটে অবশ্যই কাজ করতে পারেন।

Swagbucks.com

Swagbucks থেকে এড দেখে টাকা আয়

এড দেখে বা বিজ্ঞাপন দেখে অনলাইন থেকে টাকা আয় করার জন্য Swagbucks ওয়েবসাইটটি খুবই জনপ্রিয়। এই ওয়েবসাইট থেকে ভিডিও এড দেখে খুব সহজেই টাকা আয় করা যায়। Swagbucks থেকে টাকা আয় করতে হলে প্রথমে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

একাউন্ট খোলার পর ভিডিও দেখে SB Points আর্ন করা যাবে। যা পরর্তীতে ডলারে কনভার্ট করে উত্তোলন করা যাবে। এখান থেকে শুধু ভিডিও দেখে নয় আরো কয়েকটি উপায়ে আয় করা যাবে যেমন- Coupons & Cash Back এর মাধ্যমে আয় করা যাবে, Survey করে আয় কর যাবে, Discover Deals এবং Buy Gift Cards এর মাধ্যমে আয় করা যাবে। 

আপনি যদি সবগুলো উপায়ে আয় না করতে চান তাহলে শুধু Video add এবং Survey Answer দিয়ে SB Points কালেক্ট করতে পারেন। আপনার আয় করা SB Points Amazon coupon, PayPal এবং Freecharge এর মাধ্যমে Redeem করতে পারবেন। তবে এখান থেকে পেমেন্ট পেতে হলে একাউন্টে কমপক্ষে $3 ডলার থাকতে হবে। 

Inboxdollars.com

inboxdollars.com থেকে এড দেখে টাকা আয়


Inboxdollars থেকে আয় করা যাবে ভিডিও এড দেখার মাধ্যমে তাছাড়া Survey Question এর Answer দিয়ে, Paid Email, Shopping, Coupons এবং Games এর মাধ্যমে আয় করা যাবে। ওয়েবসাইটটিতে একাউন্ট খোলা খুবই সহজ এবং ফ্রি। ইমেইল এ্যাড্রেস এবং নতুন একটি পাসওয়ার্ড দিয়ে Sign Me Up বাটনে ক্লিক করলেই একাউন্ট তৈরী করা হয়ে যাবে। 

নতুন ইউজারদেরকে তারা ইনিস্ট্যান্ট $5 ডলার বোনাস দেবে। এই ওয়েবসাইটি কোন প্রকার Points দেবে না সরাসরি Cash এর মাধ্যমে আয় হবে। Inboxdollars অনেক আগে থেকেই খুব জনপ্রিয় একটি ওয়েবসাইট। এখানে প্রতিটি সার্ভে করতে ২০-২৫ মিনিট সময় লাগতে পারে এবং এখান থেকে প্রতি সার্ভে কমপ্লিট করলে $0.50 ডলার থেকে $5 ডলার পর্যন্ত আয় করা সম্ভব হবে।

তাছাড়া প্রতিটি ভিডিও এড দেখার জন্য আপনাকে $0.05 ডলার থেকে $0.25 ডলার পর্যন্ত আয় হতে পারে। প্রতিদিন সর্বোচ্চ ৩০ টি করে ভিডিও এড দেখতে পারবেন।

এখান থেকে ডলার তুলতে হলে আপনার একাউন্টে সর্বনিম্ন $30 ডলার থাকতে হবে এবং PayPal cash, Amazon gift cards এবং All gift cards এর মাধ্যমে টাকা উত্তোলন করা যাবে। 

Ysense.com

Ysense.com থেকে টাকা আয় করার উপায়

অনলাইন থেকে টাকা আয় করার জন্য Ysense খুবই ভালো একটি ওয়েবসেইট। এই ওয়েবসাইটে যদি আপনি কাজ করেন তাহলে কিছু না কিছু পরিমাণ টাকা অবশ্যই আপনি আয় করতে পারবেন। বিভিন্ন ধরণের সার্ভিস টেস্ট করে, ভিডিও এড দেখে, পেইট সার্ভে করে এবং বিভিন্ন ধরণের ওয়েবসাইটে ফ্রি সাইন আপ করে এখান থেকে টাকা আয় করা যায়। 

এগুলো ছাড়াও এখান থেকে রেফারেল এর মাধ্যমে টাকা আয় করতে পারবেন। আপনার রেফারেল লিংক থেকে কেউ যদি এই ওয়েবসাইটে জয়েন করে কাজ করে তাহলে তাদের আয়ের ৩০% টাকা আপনি পাবেন। তাই এখানে কাজ করলে রেফারেল এর বিষয়টা একটু বেশি গুরুত্ব দিতে হবে। 

আপনি যদি ১০০-১৫০ জনের একটি টিম তৈরী করে তাদেরকে একটিভ রাখেন তাহলে তাদের আয় থেকে যে কমিশন আপনি পাবেন তাতে খুবই ভালো মানের একটা আয় আপনার হতে পারে।

এখান থেকে Skrill, Payoneer, Paypal সহ সর্বমোট ১২টি মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। 

Paidverts.com

Paidverts.com থেকে টাকা আয়

Paidverts একটি PTC (Paid To Click) সাইট। এখানে বিভিন্ন ধরণের বিজ্ঞাপনের উপর ক্লিক করে টাকা আয় করা যায়। এখান কাজ করা খুবই সহজ, শুধু এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে লগইন করলে বিভিন্ন ধরণের পেইড এড দেখতে পাবেন। 

আপনার কাজ হবে সেই বিজ্ঞাপনগুলোতে ক্লিক করা এবং বিজ্ঞাপনের পেজে গিয়ে ৩০ সেকেন্ড এর মত সময় স্টে করা তাহলেই আপনার আয় হতে থাকবে। আপনি যত বেশি বিজ্ঞাপনের উপর ক্লিক করবেন তত বেশি আয় হতে থাকবে। তাছাড়া Bonus Ad Points এর মধ্যমেও ভালো পরিমাণ টাকা আয় করার সুযোগ আছে।

Irazoo.com

irazoo.com থেকে টাকা আয়


রিওয়ার্ড পয়েন্টস আয় করার জন্য Irazoo একটি ভালো মানের ওয়েবসাইট। এখানে কাজ করে রিওয়ার্ড পয়েন্টস আয় করে তা আপনি খুব সহজেই Redeem করতে পারবেন। এখান থেকে বেশ কয়েকটি উপায় টাকা আয় করা যাবে যেমন- অনলাইন ভিডিও দেখে, পেইড সার্ভে করে, অনলাইনে গেম খেলে, মোবাইল অ্যাপ ডাউনলোড করে এবং বিভিন্ন ধরণের অফার কমপ্লিট করে এখান থেকে টাকা আয় করা যাবে। 

তাছাড়া এখান থেকে রেফার করার মাধ্যমেও টাকা আয় করা যাবে। তাই যত বেশি সম্ভব বন্ধুদেরকে আপনার রেফারেল লিংকের মাধ্যমে জয়েন করাতে পারেন। এখান থেকে যে টাকা আপনি আয় করবেন তা প্রতি সপ্তাহে Redeem করতে পারবেন। পেমেন্ট পেতে হলে অবশ্যই আপনার একটি Paypal একাউন্ট থাকতে হবে।

বিজ্ঞাপন দেখে কি পরিমাণ টাকা আয় করা সম্ভব?

এটা ঠিক যে, উপরোক্ত ওয়েবসাইটগুলো থেকে কিছু না কিছু টাকা আপনি অবশ্যই আয় করতে পারবেন। তবে আপনি যদি ভাবেন এখানে কাজ করে আপনার সংসার চালাবেন তাহলে তা আপনি কখনো করতে পারবেন না। 

আপনার হাতে যদি কোন কাজই না থাকে এবং শুধু বসে সময় কাটান তাহলে এখানে কাজ করে নিজের পকেট খরচটা আপনি চালিয়ে নিতে পারবেন।  এখান থেকে অধিক টাকা আয় করার চিন্তা ভাবনা করা কখনো উচিত না। 

আপনি যদি অনলাইন থেকে অধিক টাকা আয় করতে চান তাহলে একটি বাংলা ওয়েবসাইট থেকে আয় করতে পারবেন শুধু লেখালেখি করার মাধ্যমে। একটি ওয়েবসাইট তৈরী করে সেখানে লেখালেখি করুন দেখবেন কিছুদিনের মধ্যে একটি সংসার চালানোর মত টাকা আয় করতে পারবেন।

এসকল সাইটগুলো আপনার থেকে যে পরিমাণ সময় নেবে সে অনুপাতে টাকা আয় করা সম্ভব হয় না। তারপরও যদি আপনি নিত্যান্তই ফ্রি থাকেন তাহলে এই ওয়েবসাইটগুলোতে একাউন্ট খুলে কাজ করে দেখতে পারেন।

আমাদের ওয়েবসাইটে বিভিন্ন মাধ্যম হতে টাকা আয় করার বিষয়ে প্রতিনিয় নতুন নতুন আর্টিকেল পোষ্ট করা হয়। আপনি যদি অনলাইন থেকে টাকা আয় করতে চান তাহলে আমাদের অন্যন্য পোষ্টগুলো পড়ে দেখতে পারেন। আশা করি অনলাইন থেকে ভালো পরিমাণ টাকা আয় করার উপায় পেয়ে যাবেন। 

তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, লেখাটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য অনুরোধ রইলো। ধন্যবাদ..!

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Custom Widget

Recent in Sports