Picoworkers থেকে ছোট ছোট কাজ করে আয় করুন

Picoworkers থেকে ছোট ছোট কাজ করে আয় করুন

Picoworkers-থেকে-টাকা-আয়


Picoworkers একটি মাইক্রো জব ওয়েবসাইট। ওয়েবসাইটট খুব বেশি পুরাতন নয়, বলতে গেলে এটি একটি নতুন ওয়েবসাইট। Picoworkers সাইটটি অনেকটা Rapidworkers সাইটের মতই। Picoworkers তাদের ওয়ার্কারদেকে নিয়মিত পেমেন্ট করে আসছে। আমি বেশ কিছুদিন ধরে Picoworkers ওয়েবসাইটে কাজ শুরু করেছে। ঘরে বসে ছোট ছোট কাজ করে আয় করার জন্য Picoworkers খুবই ভালো একটি ওয়েবসাইট।

আপনিও চাইলে এখানে কম্পিউটার অথবা মোবাইল ফোনের মাধ্যমে ছোট ছোট কাজ করে মোটামুটি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন। তাই আজ আপনাদের মাঝে Picoworkers সম্পর্কিত যাবতীয় তথ্য দেয়ার চেষ্টা করবো যাতে আপনারা Picoworkers এ কাজ শুরু করার আগে বিস্তারিত তথ্য জানতে পারেন।

Picoworkers সম্পর্কে মানুষ কিছু কমন প্রশ্ন করে থাকে যেমন-

  • Picoworkers কি এবং কিভাবে কাজ করে?
  • Picoworkers কি সত্যিই পেমেন্ট করে নাকি এটা একটা স্ক্যাম?
  • কিভাবে Picoworkers থেকে আয় করবেন?
  • প্রতি মাসে Picoworkers থেকে কত টাকা আয় করতে পারবেন?
  • Picoworkers থেকে কিভাবে টাকা উত্তোলন করা করবো?

Picoworkers কি এবং কিভাবে কাজ করে?

একথায় বলতে গেলে Picoworkers হচ্ছে একটি ক্রউড-সোসিং সাইট। Picoworkers লঞ্চ করেছে OctoBrain Inc। এটি Employers এবং Workers দের চাহিদা মেটানোর জন্য তাদেরকে একত্রিত করে।

এখানে জয়েন করলে আপনি $2 ডলার বোনাস পাবেন এবং অন্যান্য মাইক্রো জব সাইটের মতে বোনাস পাওয়া অর্থ দিয়ে আপনার প্রয়োজন মত জব পোষ্টে করতে পারেন। Picoworkers এ আপনি দুই ধরণের লোকজন পাবেন, Employers এবং Workers।

Employers: Employers এখানে তাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরণের জব পোষ্ট করে থাকে। যেগুলো ওয়ার্কারসদের মাধ্যমে কমপ্লিট করিয়ে নেয় এবং বিনিময়ে পেমেন্ট করে থাকে।

Workers: Workers হচ্ছে আমার আপনার মত জনগণ যারা ছোট ছোট কাজ করে টাকা আয় করার জন্য তাদের জবগুলো কমপ্লিট করে থাকি।

আপনি চাইলে একই একাউন্ট ব্যবহার করে এখানে Workers এবং Employers হিসেবেও কাজ করতে পারবেন। প্রয়োজন অনুসারে জব পোষ্ট করে মানুষ দিয়ে কাজ করিয়ে নেবেন এবং টাকা আয় করার জন্য অন্যের পোষ্ট করা জব কমপ্লিট করতে পারবেন।

Picoworkers কি সত্যিই পেমেন্ট করে নাকি এটা একটা স্ক্যাম?

ভবিষ্যতে কি হবে এটা কেউ বলতে পারবে না। Picoworkers একটি নতুন ওয়েবসাইটটি এবং তারা তাদের ওয়ার্কাসদের নিয়মিতভাবে পেমেন্ট করে আসছে। Picoworkers ওয়েবসাইট অন্যান্য জনপ্রিয় মাইক্রো জব সাইট যেমন Microworkers এবং Rapidworkers এর মতই তাদের ব্যবসায় পরিচালনা করে আসছে। Picoworkers জনসাধারণের জন্য একটি ফেসবুক পেজ, যোগাযোগের জন্য ইমেইল এবং তাদের অফিসিয়াল ঠিকানা দিয়ে রেখেছে। তাদের অফিসিয়াল এ্যাড্রেস হচ্ছে-

Octobrain, Inc.
3511 Silverside Road Ste 105
Wilmington 19810
USA

যেহেতু তারা নিয়মিতভাবে তাদের ওয়ার্কাসদের পেমেন্ট করে আসছে এবং তাদের সাথে যোগযাগের বিভিন্ন মাধ্যম ও সঠিক ঠিকানা সরবরাহ করেছে সেহেতু বলা যায় তারা কোন স্ক্যামারস না।

কিভাবে Picoworkers থেকে আয় করবেন?

Picoworkers এ কাজ করতে হলে প্রথমে একটি একাউন্ট খুলে নিতে হবে। এখানে একাউন্ট খোলা খুব সহজ প্রথমে ভিজিট করুন www.picoworkers.com এবং Sign Up  বাটনে ক্লিক করুন। নিচের ছবির মত দেখতে একটি ফরম আসবে ফরমটি ভালোভাবে পূরণ করতে হবে। 

Earn Money From Picoworkers

ফরমটি ফিল আপ করার সময় নিজের রিয়েল নাম ব্যবহার করতে হবে, একটি একটিভ ইমেইল দিতে হবে, পাসপোয়ার্ড টাইপ করতে হবে, একটি নিকনেম দিতে হবে, তারপর আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, I'm a Worker এ টিক চিহ্ন দিতে হবে, Terms & Conditions এ টিক চিহ্ন দিয়ে Sign Up বাটনে ক্লিক করতে হবে। 

তাহলে আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন মেইল চলে যাবে। ইমেইলে লগইন করে মেইলটি অপেন করে ভেরিফাই করে নিতে হবে। তালেই আপনার একাউন্ট খোলা হয়ে যাবে। মেইল ভেরিফাই করার সাথে সাথে আপনাকে Picowokers ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিয়ে যাবে।

Picoworkers থেকে আয় করার উপায়

ড্যাশবোর্ড দেখতে উপরের ছবির মত দেখাবে। আগেই বলে রাখি আমি এখানে কিছুদিন যাতৎ কাজ করেছি এবং তার থেকে যে ইনকাম হয়েছে সেটি আপনারা ছবির উপরে ডান পাশে দেখতে পারছেন।

এখান থেকে ছোট ছোট কাজ করে অনেক ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন। ছবিতে রের্ড মার্ক করা একটি জবের দিকে লক্ষ্য করুন। ব্রাউজারে একটি এক্সটেনশন এড করার জন্য $0.35 ডলার পেমেন্ট করছে। এরকম প্রচুর পরিমণ কাজ এখান থেকে পাওয়া যায়। এখান থেকে ৪টি উপায় আপনার আয় করতে পারবেন।

Micro Jobs: প্রথমত এখান থেকে Micro Jobs কমপ্লিট করে টাকা আয় করতে পারবেন। Micro Jobs এর মধ্যে ফেসবুক/টুইটারে লাইক করা, Android/iOS Apps ডাউনলোড করা এবং ইনিস্টল করা, রিভিউ লেখা, Sign Up Jobs, ইউটিউবে সাবস্ক্রিপশন এবং কমেন্টস করে, সার্স এবং ক্লিক ইত্যাদি করে টাকা আয় করা যাবে।

Earn Money By Doing Paid Survey:

Earn Money by doing Sruvey

দ্বিতীয়ত এখানে প্রচুর পরিমাণ Paid Survey করতে পারবেন। আপনার জানেন সার্ভের কাজগুলো খুব সহজ হয়ে থাকে। তাই খুব সহজেই Survey করে টাকা আয় করা যাবে। যেমনটি ছবিতে দেখছেন প্রতিটি সার্ভে করার জন্য আপনাকে তারা $0.21ডলার এর আশেপাশে পেইড করছে। এই সার্ভেগুলো করতে সর্বোচ্চ ২০ মিনিটের মত সময় লাগতে পারে। 

Offer কমপ্লিট করে আয়:

তৃতীয়ত, আপনারা Picoworkers থেকে বিভিন্ন ধরণের অফার কমপ্লিট করেও টাকা আয় করতে পারবেন। ড্যাশবোর্ড থেকে Offer Tab এ ক্লিক করলে প্রায় ৭ ধরণের Offer দেখতে পারবেন। এসকল অফারের মধ্যে প্রচুর পরিমাণ কাজ পাওয়া যাবে যেগুলো করতে খুব বেশি সময় লাগে না এবং ভালো পরিমাণ টাকা আয় হয়।  

চতুর্থত, আপনি চাইলে এখান থেকে Affiliate এর মধ্যমে টাকা আয় করতে পারবেন। আপনার রেফারেল লিংক ক্লিক করে যদি কেউ Picoworkers এ জয়েন করে এবং কোন জব পোষ্ট করার জন্য ইনভেস্ট করে অথবা কাজ করে টাকা আয় করে তাহলে আপনি তাদের থেকে কমিশন পাবেন। 

তাই যত বেশি সম্ভব আপনার রেফারেল লিংক মানুষের মাঝে শেয়ার করে তাদেরকে Picoworkers এ কাজ করার জন্য উৎসাহিত করতে পারবেন। কারণ তারা কাজ করে টাকা আয় করলে তার থেকে ভালো পরিমাণ কমিশন আপনি পাবেন।

প্রতি মাসে Picoworkers থেকে কত টাকা আয় করতে পারবেন?

এ প্রশ্নের উত্তর দেয়া অনেকটা চিন্তার বিষয়। কারণ এখানে কাজ না করে শুধু একাউন্ট খুলে রাখলেই টাকা আয় হবে না। এখানে জয়েন করে প্রতিনিয়ত নতুন নতুন কাজগুলো কমপ্লিট করতে হবে। তাহলেই ইনকাম হওয়া সম্ভব। এখানে ছোট ছোট কাজগুলোর সাথে সাথে কিছু Ongoing Jobs আপনি করতে পারবেন।যদি প্রতিনিয়ত দক্ষতার সাথে Jobs করতে থাকেন তাহলে প্রতি মাসে এখান থেকে $80 ডলার থেকে $100 ডলার পর্যন্ত আয় করতে পারবেন। 

Picoworkers থেকে কিভাবে টাকা উত্তোলন করবো?

এখান থেকে টাকা উত্তোলন করার জন্য আপনার একটি ছবি ও আইডি কার্ডের ছবি তুলে আপলোড করে একাউন্ট ভেরিফাই করতে হবে। একাউন্ট ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি টাকা তুলতে পারবেন। Picoworkers থেকে ৭টি মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন। 

৭ টি মাধ্যমের যে কোন মাধ্যমে টাকা তুলতে হলে একাউন্টে কমপক্ষে $5 ডলার + Fee থাকতে হবে। Picoworkers থেকে টাকা তোলার মাধ্যমগুলো হচ্ছে-  

  • Amazon Gift Card
  • Crypto Currency
  • US Bank Check (Via Mail)
  • Paysafecard.com
  • Paypal
  • Skrill
  • Payza

Withdrawal দেয়ার পর পেমেন্ট প্রোসেসিং হতে ৭-১০ দিনের মত সময় লাগতে পারে। 

Picoworkers এর কিছু সুবিধা ও অসুবিধা

যেহেতু Picoworkers একটি নতুন ফ্রিল্যান্সিং প্লাটর্ফম সেহেতু এর কিছু সুবিধা ও অসুবিধা অবশ্যই আছে। যতটুকু অসুবিধা আছে হয়তো ভবিষ্যতে সেগুলো ঠিক হয়ে যাবে।

সুবিধাসমূহঃ

  • Picoworkers ওয়েবসাইটি খুব ভালো, সহজ এবং সুন্দর ডিজাইন করা।
  • Picoworkers নতুন ইউজারদের $2 ডলার বোনাস দেয়।
  • বিভিন্ন মাধ্যমে টাকা উত্তোলনের সুযোগ রয়েছে।
  • এখানে কাজ করার জন্য কোন প্রকার পরীক্ষা/টেস্ট দেয়ার প্রয়োজন নেই।
  • একাউন্টে অল্প এমাউন্ট হলেই টাকা তোলা যায় এবং টাকা তোলার ফি খুবই কম।
  অসুবিধাসমূহঃ
  • কাজ করার জন্য প্রচুর পরিমাণ ছোট ছোট জব এখানে পাবেন না। 
  • এই প্লাটর্ফমটি নতুন ফলে এখানো ভালোভাবে নির্ভরযোগ্য নয়।
  • টাকা উত্তোলনের জন্য আপনাকে আইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে।
  • সাফল্যের হার আয়কে প্রভাবিত করতে পারে।

শেষ কথাঃ

কিছু অতিরিক্ত টাকা আয় করার জন্য সব সময় ছোট ছোট কাজ করা খুব বেশি একটা সুবিধাজনক উপায় নয়। অনলাইন থেকে টাকা আয় করার জন্য এই ধরণের জবগুলো কমপ্লিট করতে খুব বেশি একটা দক্ষতার প্রয়োজন হয় না। তাছাড়া কেউই এই ধরণের ওয়েবসাইটে নিজের ছবি ও আইডি কার্ডের ছবি সাবমিট করতে স্বাচ্ছন্দবোধ করে না। তাই প্রত্যেকের উচিত এমন কিছু ইনকাম সোর্স তৈরী করা যেখান থেকে পর্যাপ্ত পরিমাণ টাকা আয় করা সম্ভব এবং Picoworkers এর মত সাইটকে তাদের মেইন ইনকাম সোর্স হিসেবে না রাখা।

তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোন পোষ্টে, ততক্ষণ  সবাই ভালো থাকবেন। লেখাটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইলো। ধন্যবাদ..!

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Custom Widget

Recent in Sports