মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় - Workupjob থেকে টাকা আয় নগদ পেমেন্ট

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় - Workupjob থেকে টাকা আয় নগদ পেমেন্ট

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় Workupjob


সত্যিই কি মোবাইল দিয়ে টাকা আয় করা যায়? উত্তর, হ্যা মোবাইল দিয়েও টাকা ইনকাম করার উপায় আছে। যদিও সেই আয়ের পরিমাণ খুব বেশি হবে না তবুও আপনার মোবাইল খরচ কিংবা পকেট খরচ চালিয়ে নিতে পারবেন খুব সহজেই। আজ আপনাদের মাঝে এমন একটি ওয়েবসাইট সম্পর্কে বলবো যেখানে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন এবং সরাসরি নগদ এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

শুধু মোবাইল নয় যারা কম্পিউটার ব্যবহারকারী তারও এখানে কাজ করতে পারবেন। এখানে কাজ করার জন্য আপনাকে খুব বেশি অভিজ্ঞ হওয়ার দরকার নেই। কারণ এখানে যেসকল কাজ পাওয়া যাবে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, ইউটিউবের ভিডিও দেখা ও সাবস্ক্রাইব করা, ওয়েবসাইট ভিজিট করা, ফেসবুক পেজ লাইক করা, কমেন্টস করা, ফলো করা, শেয়ার করা, মোবাইল অ্যাপ ডাউনলোড করা, টাইপিং করা, সার্ভে করা, টুইটারে ফলো করা, স্পিন করা ইত্যাদির মত সহজ সহজ কাজ এখান থেকে করা যাবে।

তাছাড়া এখান থেকে রেফারেল এর মাধ্যমেও টাকা আয় করা যাবে। আপনার রেফারেল লিংকে ক্লিক করে যদি কেউ এখানে জয়েন করে এবং টাকা আয় করে তাহলে তার আয়ের ৪% কমিশন আপনি পাবেন। এছাড়া যদি আপনার রেফারদের কেউ জব পোষ্ট করার জন্য এই সাইটে টাকা ডিপোজিট করে তাহলে তার থেকে ২% কমিশন পাবেন।

ধরে নেয়া যায় এসকল কাজ বাচ্চারাও করতে পারবে। আপনি যদি নিজের অলস সময়টাকে এখানে কাজে লাগান তাহলে নিজের হাত খরচটা খুব সহজেই চালিয়ে নিতে পারবেন এই ওয়েবসাইটে কাজ করে। 

কিভাবে মোবাইল দিয়ে টাকা আয় করবেন?

মোবাইল দিয়ে টাকা আয় করার জন্য আপনাকে একটি সাইটে জয়েন করতে হবে। ওয়েবসাইটির নাম Workupjob। আপনি চাইলে এখানে ক্লিক করে Workupjob সাইটে জয়েন করতে পারেন।

Workupjob সাইটে জয়েন করা খুবই সহজ। আমি আপনাদেরকে ধাপে ধাপে সব কিছু দেখিয়ে দেবো। প্রথমে লিংকে ক্লিক করে সাইটে প্রবেশ করুন। তারপর Register বাটনে ক্লিক করুন তাহলে নিচের ছবির মত একটি ফরম ওপেন হবে।

Workupjob Join

ফরমটি সুন্দরভাবে ফিলআপ করতে হবে। ফরমের প্রথমে আপনার পুরো নাম দেবেন, তারপর আপনার ইমেইল এ্যাড্রেসটি দেবেন, তারপর একটি নতুন পাসওয়ার্ড দেবেন, কান্ট্রি সিলেক্ট করাই থাকবে, সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করে দেবেন। তারপর I Agree তে একটি টিক চিহ্ন দিয়ে Create Account এ ক্লি করবেন। তাহলেই Workupjob এ একাউন্ট খোলা হয়ে যাবে।

একাউন্ট খোলা হয়ে গেলে একাউন্টে লগইন করবেন। তাহলে নিচের ছবির মত ড্যাশবোর্ড দেখতে পাবেন।
আমি পিসি থেকে স্ক্রিনশর্ট নিয়েছি মোবাইলে একটু আলাদা ইন্টারফেস দেখাতে পারে।

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়

যেমনটি আগেই বলেছি এখানে খুবই সহজ সহজ কাজ পাওয়া যায়। Find Job এ ক্লিক করলে সকল জব দেখা যাবে। তাছাড়া Category সিলেক্ট করে বিভিন্ন ধরণের জব খুজে পাবেন। আপনি যদি কোন নির্দিষ্ট দেশের জব করতে চান তাহলে Location Select করে জব Find করতে পারেন।

এখানে যে জবগুলো আছে তার বামপাশে জবের টাইটেল থাকবে, মাঝ খানে কতগুলো জব কমপ্লিট হয়েছে ও কতগুলো জব বাকি আছে সেটা দেখতে পারবেন এবং ডান পাশে প্রতিটি জবের পেমেন্ট দেখা যাবে। 

এদের মধ্যে যে জবটি আপনার পছন্দ সেটির উপর ক্লিক করলে পূর্ণঙ্গ নির্দেশনা পেয়ে যাবেন। নির্দেশনা অনুযায়ী জব কমপ্লিট করে সাবমিট করলে তারা রিভিউ করবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে পেমেন্ট করে দেবে।

এছাড়া আরো একটি অপশন আছে আয় করার জন্য। মোবাইল থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে একদম নিচে দেখবেন Play & Earn অপশন আছে। সেটির উপর ক্লিক কর নিজের দিকে আসবে দেখবেন একটি হুইল আছে। এখান থেকে স্পিন করে আয় করা যাবে। প্রতিদিন ১০ টি করে স্পিন করতে পারবেন। 

Workupjob কি সত্যি পেমেন্ট করে?

এখন পর্যন্ত Workupjob ওয়েবসাইটটি নিয়মিত পেমেন্ট করে যাচ্ছে। ভবিষ্যতে কি হবে সেটা কখনোই বলা যায় না। এখানে যারা জব পোষ্ট করছে তারা সঠিক কাজ পাচ্ছে বিধায় নিয়মিত নতুন নতুন জব এখানে পোষ্ট করছে এবং যারা কাজ করছে তারও পেমেন্ট পাচ্ছে। তাছাড়া TrustPilot এ তাদের রেটিং অনেক ভালো রয়েছে। যদি তারা নিয়মিত পেমেন্ট না করতো তাহলে মানুষ অবশ্যই খারাপ রিভিউ দিত।

Workupjob থেকে কত টাকা আয় করা সম্ভব?

আগেই বলেছি যে এই সাইটে কাজ করে মোবাইল খরচ কিংবা পকেট খরচ চালানো সম্ভব হবে। তাছাড়া এই ওয়েবসাইটে কাজ করে পর্যাপ্ত পরিমাণ টাকা আয় করা সম্ভব না। প্রতিটি জবের জন্য কি পরিমাণ পে আউট দেয়া হচ্ছে সেটি দেখলেই বুঝতে পারবেন। এখান থেকে প্রতিদিন সর্বোচ্চ হলেও $1 থেকে $2 ডলার পর্যন্ত আয় করা যেতে পারে।

Workupjob থেকে কিভাবে টাকা উত্তোলন করবেন?

Workupjob থেকে টাকা তুলতে হলে প্রোফাইলে ক্লিক করে Wallet এর উপর ক্লিক করতে হবে। আপনি নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এখান থেকে টাকা তুলতে পারবেন। পেমেন্ট পেতে হলে একাউন্টে সর্বনিম্ন $3.50 ডলার + ১০% Fee থাকতে হবে। 

শেষ কথাঃ

সত্যি এটাই যে আমি এই ওয়েবসাইটে কাজ করি না। কারণ এই ওয়েবসাইটে কাজ করে যে পরিমাণ টাকা আয় হবে সে অনুপাতে বেশি সময় এখানে আমার ব্যয় করতে হবে। অনলাইন থেকে অধিক পরিমাণ টাকা আয় করতে হলে অবশ্যই আপনাকে কোন না কোন বিষয়ে দক্ষ হতে হবে। এই সাইটগুলোতে কাজ করে কিছু পরিমাণ টাকা অবশ্যই আয় করা যায়, কিন্ত সে পরিমাণ টাকা দিয়ে কখনো সংসার চলবে না। যারা একদমই বসে বসে অলস সময় কাটাচ্ছে তারা চাইলে এখানে কাজ করার মাধ্যমে সময় কাটাতে পারেন সেই সাথে মোবাইল খরচ চালিয়ে নিতে পারেন।

তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোন পোষ্টে ততক্ষণ সবাই ভালো থাকবেন। লেখাটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইলো। ধন্যবাদ..!

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Custom Widget

Recent in Sports